ফরিদগঞ্জে নার্সারির আড়ালে গাঁজা চাষ, সেনা অভিযানে গাছ উদ্ধার
মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে নার্সারির আড়ালে গাঁজা চাষ সেনাবাহিনীর অভিযানে গাছ উদ্ধার করা হয়েছে।
উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি নার্সারি থেকে গাঁজা গাছ উদ্ধার ।
গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যা মাদকবিরোধী কার্যক্রমে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত ২৬ জুন (বুধবার) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল উপজেলার উত্তর কেরোয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি নার্সারিতে তল্লাশি চালিয়ে গাঁজা গাছের সন্ধান পান সেনা সদস্যরা।
তবে বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত গাঁজা গাছটি পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই নার্সারির আড়ালে গোপনে গাঁজা চাষ হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটির পর অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত ও আটক করতে তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, এলাকাবাসী এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে। তারা মনে করেন, এই ধরনের অভিযান মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে, তারা এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে জেলার নিরাপত্তা পরিস্থিতি আরও দৃঢ় ও স্থিতিশীল করার চেষ্টা চলছে।

