ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ আহত

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ আহত

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ আহত

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ আহতমো: মহিউদ্দিন : ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ আহত হয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১১ মে) সকালে ঘটে যাওয়া এই ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শাকিরা বেগম, যিনি সেলিম খানের স্ত্রী, অভিযোগ করে জানান—তাদের ক্রয়কৃত জমিতে প্রতিবেশী ফারুক হোসেন রুনু জোরপূর্বক দেয়াল নির্মাণ শুরু করেন।

তিনি ও তার পরিবার প্রতিবাদ জানালে ফারুকসহ অন্যরা শাকিরাকে ঘরে আটকে রেখে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে বলে তার দাবি।

শাকিরা আরও জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় শাকিরার পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শাকিরার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা ও প্রতিবেশী ফারুক একত্র হয়ে আমাদের উপর বারবার নির্যাতন চালিয়ে আসছে।

আমরা একাধিকবার থানায় অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ পাইনি। বর্তমানে একটি মামলা আদালতে চলমান রয়েছে।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার শালিস বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে জানা গেছে।

অভিযুক্ত ফারুক হোসেন রুনু নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার ক্রয়কৃত জায়গাতেই দীর্ঘদিন ধরে দেয়াল নির্মাণ করছি।

কারো ওপর হামলা বা নির্যাতনের প্রশ্নই ওঠে না। তারা মিথ্যা অপবাদ দিচ্ছে।

আমার আশপাশের লোকজনও বিষয়টি জানেন।”

ফরিদগঞ্জ থানার এএসআই আরিফ হোসেন জানান,

“৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাকিরা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ঘটনাস্থলে মারধরের প্রত্যক্ষ প্রমাণ না পেলেও অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এদিকে শাকিরা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *