ফরিদগঞ্জে ছয় গ্রামের একমাত্র রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদগঞ্জে ছয় গ্রামের একমাত্র রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জে ছয় গ্রামের একমাত্র রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদগঞ্জে ছয় গ্রামের একমাত্র রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানমোঃ শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে ছয় গ্রামের একমাত্র রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলার ছয়টি গ্রামের বাসিন্দারা চলাচলের একমাত্র কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ পাইকপাড়া, নদোনা, কবিরূপসা, রূপসা,

জামালপুর এবং বিষুরবন্দ এলাকার শতাধিক মানুষ রাস্তায় নেমে এই প্রতিবাদ জানায়।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপিও জমা দেন।

বক্তারা জানান, দীর্ঘ পাঁচ দশক ধরে এই এলাকার মানুষ মাত্র একটি রাস্তার ওপর নির্ভর করে চলাফেরা করছে, যা এখনও কাঁচা অবস্থায় রয়েছে।

বর্ষাকালে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং নিত্য প্রয়োজনীয় কাজে গ্রামের মানুষকে চরম

দুর্ভোগের মুখে পড়তে হয়। বক্তারা বলেন, জরুরি চিকিৎসা প্রয়োজন হলে রোগীকে কাঁধে করে বহন করতে হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কষ্টদায়ক।

স্থানীয়রা আরও জানান, ৭নং পাইকপাড়া উত্তর ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণাংশে অবস্থিত এই ছয়টি গ্রামের মধ্যে

সংযোগ স্থাপনকারী প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এখনো পাকাকরণের আওতায় আসেনি। মাঝে মধ্যে টি.আর ও

কাবিখা প্রকল্পের আওতায় কিছু অংশে ইট বসানো হলেও সেগুলো বর্তমানে জীর্ণ হয়ে কার্যকারিতা হারিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নারী নেত্রী রহিমা আক্তার কলি, সমাজসেবক কাজী হুমায়ুন রশিদ, মিজানুর রহমান,

মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ ও রোকেয়া বেগম। তারা সবাই অবিলম্বে রাস্তার পূর্ণাঙ্গ পাকাকরণ শুরু করার দাবি জানান।

এই রাস্তাটি ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ যোগাযোগের মাধ্যম হওয়ায় দ্রুত সংস্কার না হলে ছয় গ্রামের মানুষের জীবনমান আরও নিচে নেমে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বারবার আবেদন-নিবেদন করেও সাড়া না পাওয়ায় আজ তারা প্রতিবাদে নেমেছেন।

মানুষের মৌলিক অধিকার হিসেবে চলাচলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব—এমন প্রত্যাশা থেকেই এলাকাবাসীর এই আন্দোলন। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত তাদের এই ন্যায্য দাবির প্রতি সাড়া দেয়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *