ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
মো: মনির হোসেন : ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু ঘটেছে।
উপজেলায় গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়নাল (৪৫)।
তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলের দিকে দক্ষিণ চরবড়ালী এলাকার জহির উদ্দিন বেপারীর বাড়িতে এই দুঃখজনক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় ছিদ্দিক ডাক্তারের বাড়ির আঙিনায় থাকা একটি গাব গাছে ওঠেন জয়নাল।
গাব পাড়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি।
তৎক্ষণাত স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।
জয়নাল দক্ষিণ চরবড়ালী ওয়াফ বাড়ির আমিন মিয়ার ছেলে।
তার সংসারে রয়েছেন এক ছেলে ও দুই কন্যা সন্তান। পেশায় দিনমজুর ছিলেন তিনি।
জয়নালের ছেলে ইমান হোসেন জানান, “বিকেলে খবর পাই বাবা গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেছেন।
দ্রুত গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বলেন বাবা আর বেঁচে নেই।
আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ নেই।”
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জয়নালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

