ফরিদগঞ্জে কোটি টাকার ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

ফরিদগঞ্জে কোটি টাকার ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে কোটি টাকার ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

ফরিদগঞ্জে কোটি টাকার ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসীমো: মনির হোসেন : ফরিদগঞ্জে কোটি টাকার ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক, দুর্ভোগে এলাকাবাসী।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

ব্রিজটির মূল কাঠামো সম্পূর্ণ হলেও উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখনো সাধারণ মানুষের কোনো কাজে আসছে না।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম এডব্লিউএম তোয়াহা মিয়ার বাড়ির সামনে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির নির্মাণ ব্যয় ছিল ৭০ লাখ ১২ হাজার টাকা। পার্শ্ববর্তী হাইমচর উপজেলার এক ঠিকাদার ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করেন।

মূল সেতুর কাজ শেষ হয়ে গেছে প্রায় এক বছর আগেই, এবং ঠিকাদার ইতিমধ্যেই চূড়ান্ত বিল গ্রহণ করেছেন।

তবে আশঙ্কার বিষয়, সংযোগ সড়ক অসম্পূর্ণ থাকায় ব্রিজটি এখনো অচল অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসীদের অভিযোগ

ঠিকাদার মূল ব্রিজটি নির্মাণ করলেও সংযোগ সড়কের কাজ ফেলে রেখে চলে গেছেন।

ফলে চাঁদপুর-চান্দ্রা-মুন্সিরহাট-রামগঞ্জ আঞ্চলিক সড়ক (ওয়াপদা রাস্তা) থেকে বালিথুবা বাজারে প্রবেশের এই গুরুত্বপূর্ণ পথ কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মহসিন চৌধুরী, হাফেজ খাজে আহমদ, মাহাবুব আলম চৌধুরী, মোস্তফা ও শাহ আলম জানান,

ব্রিজটি জনসাধারণের সুবিধার্থে নির্মাণ করা হলেও বর্তমানে তা বরং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

একপাশের সংযোগ সড়ক তুলনামূলক ভালো হলেও অপর পাশের রাস্তা প্রায় চলাচলের অযোগ্য। ফলে পথচারী ও যানবাহন চালকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, ঠিকাদার কর্তৃপক্ষ অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহার করে ব্রিজের কাজ শেষ করেছেন এবং

দুপারের সংযোগ সড়কের কাজ ফেলে রেখে বিদায় নিয়েছেন, যা প্রশাসনিক নজরদারির অভাবকেই স্পষ্ট করে।

উল্লেখযোগ্য যে, ব্রিজটির এক পাশে সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপর পাশে রয়েছে বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়।

প্রতিদিন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়,

ব্রিজসহ অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হওয়ার পরেই ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করা হয়েছে।

সংযোগ সড়কে ফেলা মাটি হয়তো বৃষ্টির পানিতে সরে যেতে পারে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সরকারি অর্থায়নে নির্মিত এই সেতু এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াতের জন্য একসময় আশীর্বাদ হয়ে উঠতে পারত।

কিন্তু পরিকল্পনার অপূর্ণতা এবং দায়িত্বশীলতা ঘাটতির কারণে এটি বর্তমানে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *