ফরিদগঞ্জে এনজিওর ঋণের চাপে গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যা
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে এনজিওর ঋণের চাপে গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যা ঘটনা ঘটেছে।
ফরিদগঞ্জ উপজেলায় এনজিওর কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধে অক্ষম হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক গৃহবধূ। মৃতের নাম নাজমা বেগম (৩০)।
তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক জাকির হোসেনের স্ত্রী।
রোববার (১৩ জুলাই) সকালে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তাঁর স্বামী বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ গ্রহণ করেছিলেন।
শুরুতে আয়-রোজগার ভালো থাকলেও, সময়ের সাথে সেটি কমে যায়। জাকির হোসেনের অটোরিকশা চালিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল।
এরমধ্যে ঋণ পরিশোধের জন্য এনজিও কর্মীদের বারবার চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী জানান, পরিবারের আর্থিক সংকটের পাশাপাশি এনজিও কর্মীদের
নিয়মিত চাপ ও তাগাদা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে নাজমা বেগমকে। এসব চাপের মুখে তিনি হতাশায় ভেঙে পড়েন।
ঘটনার দিন সকালে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকাকালে তিনি ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
কিছুক্ষণ পর স্বামী জাকির হোসেন বাড়ি ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে থানায় খবর দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
এই হৃদয়বিদারক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—অর্থনৈতিক চাপে পড়া পরিবারগুলো কতটা সংকটের
মুখে দাঁড়িয়ে থাকে এবং মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তা কতটা জরুরি।

