ফরিদগঞ্জে উপজেলা ও পৌর ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জে উপজেলা ও পৌর ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) এ সভাটি উপজেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক মাওলানা বিন-ইয়ামিনের সভাপতিত্বে এবং পৌর ওলামা দলের সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. জসিম উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ জাকির হোসেন মৃধা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা এবং আব্দুল খালেক পাটোয়ারী।
এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মাওলানা মো. রেদোয়ান এবং জেলা ওলামা দলের সদস্য হারুন ঢালি। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ওলামা দলের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

