ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান: বন্ধ হলো তিনটি ভাটা

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান: বন্ধ হলো তিনটি ভাটা

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

Screenshot_2

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান: বন্ধ হলো তিনটি ভাটা

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে  বন্ধ হলো তিনটি ভাটা।  চাঁদপুর জেলার আটটি উপজেলাজুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। জেলার ৯১টি ইটভাটার মধ্যে ৪১টি অনুমোদনবিহীনভাবে পরিচালিত হচ্ছিল। এ পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৯ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় তিনটি অবৈধ ইটভাটা—মেসার্স টুগবি ব্রিক ফিল্ড, ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফিল্ড—ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে বুলডোজার ব্যবহার করে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং দমকল বাহিনীর সহায়তায় জ্বলন্ত চুল্লিগুলো নিভিয়ে ফেলা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কিছু মালিক নির্দেশনা না মানায়, বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বড়াই জানান, জেলায় থাকা ৯১টি ইটভাটার মধ্যে অধিকাংশেরই অনুমোদন নেই। এসব অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইতোমধ্যে ইটভাটা মালিকদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাদের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, বন্ধের নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট ভাটাগুলোর মালিকদের একাধিকবার জরিমানা করা হয়েছে।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

 

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *