ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মো: মনির হোসেন : ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। চাঁদপুরের ফরিদগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ বাজারের ভান্ডারি মহল সংলগ্ন আবুল কালাম ড্রাইভারের বসতঘরে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের প্রচেষ্টার আগেই ঘরের সকল আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু আগুনের তীব্রতার কারণে ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থাপনা করা প্রয়োজন।
এই অগ্নিকাণ্ডের ফলে আবুল কালাম ড্রাইভার ও তার পরিবারের সদস্যরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

