ফরিদগঞ্জের রূপসায় জুয়া খেলায় লিপ্ত ৯ জন গ্রেপ্তার
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জের রূপসায় জুয়া খেলায় লিপ্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
আটককৃতদের মধ্যে রয়েছেন—মো. হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত হোসেন (২৫), জিল্লুর রহমান (৪৭), মো. আলাউদ্দিন (২৬), মো. শাকিল (৩২), মো. মাসুদ (৪৫), মো. জসিম (৪০) ও বিপুল (৩২)। সবাই রূপসা এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, স্থানীয় একাধিক গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তরা নিয়মিত জুয়া খেলার পাশাপাশি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

