প্রতাপ সাহা রোডের দুরবস্থা পরিদর্শনে চাঁদপুরের জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার : প্রতাপ সাহা রোডের দুরবস্থা পরিদর্শনে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতাপ সাহা রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে।
খানা-খন্দে ভরা রাস্তা, জমে থাকা কাদা-পানি ও খোলা ড্রেনের কারণে এলাকাবাসীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সেখানে পরিদর্শনে যান চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পরিদর্শনকালে তিনি আলীমপাড়া প্রতাপ সাহা রোড এলাকার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
জেলা প্রশাসক স্থানীয়দের কাছ থেকে সরাসরি তাদের ভোগান্তির কথা শোনেন। তিনি রাস্তার সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রতাপ সাহা রোড সংস্কারের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কয়েক দশক ধরে সড়কটি অবহেলায় পড়ে থাকায় যান চলাচলে অসুবিধা তৈরি হচ্ছে এবং শহরে যানজটও বাড়ছে।
তাদের প্রত্যাশা—অচিরেই এই সড়ক সংস্কারের কাজ শুরু হলে শহরের চলাচল অনেক সহজ হয়ে উঠবে।
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে স্থানীয় অনলাইন পোর্টাল চাঁদপুর টাইমস-এ ‘শহরের সবচেয়ে অবহেলিত প্রতাপ সাহা রোড, কয়েক যুগেও হয়নি সংস্কার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক নিজেই সরেজমিনে পরিস্থিতি দেখতে আসেন।

