পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সদস্যপদ নবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সদস্যপদ নবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে শহরের ডিএন হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু।
তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের অপরাধ বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
তাই সবাইকে চোখ-কান খোলা রেখে সজাগ থাকতে হবে।
ঘরে বসে থাকার সময় এখন নয়—দলের স্বার্থে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।”তিনি আরও বলেন, “পৌরসভার ১০নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড।
এখানে কোনো মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী বা চাঁদাবাজ যেন সদস্যপদ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
চাঁদপুর বিএনপির প্রবীণ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সম্পর্কে তিনি বলেন, “তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন সময় এসেছে তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করার। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা যদি সকলে সজাগ থাকি, তবে কোনো অপশক্তি মাথা তুলতে পারবে না।”
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ পাটওয়ারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শহীদ ঢালী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. সহিদুল্লাহ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুমন মোস্তান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সভাপতি আক্কাস মজুমদার, নজরুল ইসলাম, আবুল বাশার, শাহ আলম কিরন, ২নং মহল্লা কমিটির সভাপতি রুহুল আমিন, ৩নং মহল্লা কমিটির সভাপতি তৈয়ব তাহের টিটু, সাবেক সভাপতি নজরুল ইসলাম খান সুমন, ৪নং মহল্লা কমিটির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আমির হোসেন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাহফুজ প্রমুখ।

