পুরান বাজারে যাত্রা শুরু করলো ‘ওমেন্স বিউটি পার্লার’

পুরান বাজারে যাত্রা শুরু করলো ‘ওমেন্স বিউটি পার্লার’

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

পুরান বাজারে যাত্রা শুরু করলো ‘ওমেন্স বিউটি পার্লার’

পুরান বাজারে যাত্রা শুরু করলো ‘ওমেন্স বিউটি পার্লার’স্টাফ রিপোর্টার : পুরান বাজারে যাত্রা শুরু করলো ‘ওমেন্স বিউটি পার্লার’। চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী পুরান বাজার এলাকায় নারীদের সৌন্দর্যচর্চা ও সেবা প্রদানকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ করেছে ‘ওমেন্স বিউটি পার্লার’।

মেরকাটিজ রোডে অবস্থিত এ পার্লারটি সম্পূর্ণরূপে নারীদের জন্যই গড়ে তোলা হয়েছে, যেখানে বিভিন্ন আধুনিক বিউটি ট্রিটমেন্ট ও সাজসজ্জার সুবিধা থাকবে।

সোমবার, ১৯ মে বিকেলে পার্লারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও

নারী উন্নয়নকর্মী তানিয়া ইশতিয়াক খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্লারের ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা সোমা সাহা।

উদ্বোধনী বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “আজকের নারীরা শুধু শহরেই নয়, গ্রাম বা মফস্বল এলাকাতেও নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে সমাজে অবদান রাখছে।

উদ্যোক্তা সোমা সাহার মতো নারীরাই আমাদের জন্য অনুপ্রেরণা—যিনি ঘর-সংসার সামলানোর পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছেন।”

সোমা সাহা জানান, পুরান বাজারের নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পেশাদার সৌন্দর্য সেবা নিশ্চিত করতেই ‘ওমেন্স বিউটি পার্লার’ চালু করা হয়েছে।

পার্লারটিতে বিয়ে ও পার্টির সাজ, মেহেদি ডিজাইন, মিল্ক সাইনিং, কেরাটিন এবং বিভিন্ন ধরণের হেয়ার রিবন্ডিংয়ের মতো আধুনিক ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে।

অভিজ্ঞ বিউটিশিয়ানদের দ্বারা এসব সেবা প্রদান করা হবে। উদ্বোধনের বিশেষ উপলক্ষে সব সেবায় ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়াও, এখানে নারীদের জন্য মানসম্পন্ন জামাকাপড়ও সহজলভ্য দামে পাওয়া যাবে, যা তাদের জন্য এক অনন্য সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয়ী সংস্থার সদস্য কান্তা দে, সুচনা আক্তার, বিজয়া মন্ডল, বর্ষা শীল, নাছরিন আক্তার, আহমেদ বর্ষা,

রুবাইয়া আক্তার ও রেহমান বৃষ্টি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং স্থানীয় অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *