পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ফরিদগঞ্জে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষে সনদ বিতরণমোঃ শাখাওয়াত হোসেন মিন্টু : পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। ফরিদগঞ্জে পিছিয়ে থাকা নারীদের জন্য আয়োন্বিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ২০ জন নারীকে মাসব্যাপী ব্লক বাটিকা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার (২২ জুন ২০২৫) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ সমাপ্তির পর সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম। বক্তারা তাদের বক্তব্যে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের শিখে নেওয়া কাজগুলোকে পুঁজি করে নিজেরাই ছোট ব্যবসা শুরু করার আহ্বান জানান।

এই ধরনের আয়োন্বিত উদ্যোগ নারীদের জীবনে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *