মতলব উত্তরের পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
জাকির হোসেন বাদশা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গত তিন মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় ওষুধের অভাবের ফলে প্রাথমিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ১৭ মার্চ (সোমবার) উপজেলার ফতেপুর পশ্চিম, সুলতানাবাদ ও দূর্গাপুরসহ বেশ কয়েকটি পরিবার কল্যাণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, ওষুধ সংকটের কারণে এসব স্বাস্থ্যকেন্দ্রে রোগীর উপস্থিতিও কমে গেছে। সাধারণত প্রতিদিন যেখানে ৩০-৪০ জন রোগী চিকিৎসা নিতেন, সেখানে বর্তমানে রোগীর সংখ্যা নেমে এসেছে মাত্র ৫-১০ জনে। এতে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ওষুধ সরবরাহ হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। এরপর নিয়মিত চাহিদাপত্র পাঠানো হলেও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়নি। সরকার থেকে ২১-২৭ প্রকার ওষুধ দেওয়ার নিয়ম থাকলেও বর্তমানে চাহিদার ৮০ শতাংশ ওষুধই পাওয়া যাচ্ছে না।
পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরতদের ভাষ্য অনুযায়ী, প্যারাসিটামল, ওমিপ্রাজল, এন্টাসিড, মেট্রোনিডাজল, নাপা সিরাপ, জন্মনিয়ন্ত্রণ পিল, ক্যালসিয়াম, ভিটামিন ও আয়রনসহ প্রয়োজনীয় ওষুধের অভাবের কারণে রোগীদের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডার সম্মুখীন হতে হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী মোঃ আলমগীর হোসেন বলেন, “আমরা নিয়মিত ওষুধ চাহিদার তালিকা পাঠাচ্ছি, কিন্তু সরবরাহ অপ্রতুল। কখনো কিছু ওষুধ আসে, আবার কখনো পুরোপুরি বন্ধ থাকে। সর্বশেষ ওষুধ পাওয়া গেছে ডিসেম্বর মাসে।”
এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আফরোজা রোমানা বলেন, “ওষুধ সরবরাহের জন্য নিয়মিত চাহিদাপত্র পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ থেকে ওষুধ সরবরাহ করা হলেই তা সংশ্লিষ্ট পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।”
এ পরিস্থিতিতে, দ্রুত ওষুধ সরবরাহ পুনরায় চালু করা না হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

