পদ্মা নদীর ২ কেজির ইলিশ সাড়ে আট হাজার টাকায় বিক্রি!
স্টাফ রিপোর্টার : পদ্মা নদীর ২ কেজির ইলিশ সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাজারে শুক্রবার সকালটা ছিল বেশ ব্যতিক্রমী।
কারণ, সেখানকার নিলামে এক বিশাল আকৃতির পদ্মার ইলিশ বিক্রি হয়েছে সাড়ে আট হাজার টাকায়।
প্রায় দুই কেজি ওজনের এই মাছটি স্থানীয় একজন ব্যবসায়ী কিনে নিয়েছেন এবং পরে তা বিক্রি হয়েছে এক প্রবাসীর কাছে।
এই বিরল ইলিশটি ধরা পড়ে শুক্রবার ভোরে, ফরিদপুরের কবিরপুর চরে। জেলে ইসমাইল হালদারের জালে আটকে পড়া মাছটি দ্রুতই বাজারের উদ্দেশে পাঠানো হয়।
দৌলতদিয়া ঘাটের পরিচিত মাছ ব্যবসায়ী হালিম সরদারের আড়তে মাছটি তোলা হলে সেখানে তা নিলামে বিক্রি হয়।
নিলামে সর্বোচ্চ দর হাঁকান দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
পরে তিনিই মাছটি এক সৌখিন প্রবাসীর কাছে ৮,৫০০ টাকায় বিক্রি করেন।
শাহজাহান শেখ জানান, “পদ্মায় মাঝেমধ্যে বড় সাইজের রুই, কাতলা কিংবা পাঙাশ পাওয়া গেলেও ইলিশ পাওয়া এখন অনেকটাই বিরল।
মাঝে মাঝে কোনো জেলের জালে এক-দু’টি ইলিশ ধরা পড়ে, তবে সেগুলোর দাম এতটাই বেশি হয় যে সাধারণ মানুষ কেনার সাহস পায় না।
এই বড় ইলিশটি এ মৌসুমে প্রথম দেখলাম। প্রায় দুই কেজি ওজনের এমন ইলিশ দীর্ঘদিন পর বাজারে এসেছে।”
স্থানীয়রা বলছেন, পদ্মার ইলিশ মানেই স্বাদে অতুলনীয়।
আর তার ওপর যদি হয় প্রায় দুই কেজির মাছ, তাহলে সেটি কেনার প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। বাজারে যারা ভিন্ন কিছু খুঁজে থাকেন, তাদের কাছে এমন মাছের আকর্ষণ থাকে সবসময়ই বেশি।

