নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা

নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

20250309_194856নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা

হাইমচর প্রতিনিধি : নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৯ মার্চ) হাইমচর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. রেজাউল করিম বেপারী ও সাধারণ সম্পাদক মো. জয়েল সরদার যৌথভাবে এ কমিটি প্রকাশ করেন।

ঘোষিত কমিটিতে মো. শাহাদাৎ হোসেন অলিকে সভাপতি এবং সবুজ বেপারীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলু ভূঁইয়া, সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মো. সাহেব আলী মোল্লা ও মো. আমান মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মুজা, মো. হাসেম মোল্লা, মো. কালু হাওলাদার এবং মো. স্বাধীন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজ গাজী। তার সহকারী হিসেবে থাকবেন মো. মাহবুব কাজী। দপ্তর সম্পাদক হয়েছেন মো. মাহাম্মদ আলী প্রধান এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. পারভেজ। অর্থ বিষয়ক সম্পাদক মো. স্বপন সর্দার ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. মিন্টু হাওলাদার।

এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জুয়েল গাজী এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন মো. হায়াত উল্যাহ সরদার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিসান মিয়া এবং তার সহকারী হিসেবে আছেন মো. জামশেদ খাঁন। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মো. ইদ্রিস বেপারী। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সোহরাব সর্দার।

নারী বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে লিমা বেগম ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শিল্পী বেগম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মো. উজ্জ্বল মোল্লা, মো. মাইনুদ্দিন চৌধুরী, মো. রাজন মুতাইত, মো. মরন আলী সর্দার, মো. মানিক চৌধুরী, মো. মামুন মোল্লা, মো. মনির হাওলাদার ও মো. মেহেদি হাসান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মৎস্যজীবীদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *