নির্ভরযোগ্য অনলাইন ইলিশ বিক্রিতে নিবন্ধন বাধ্যতামূলক, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগ
স্টাফ রিপোর্টার : নির্ভরযোগ্য অনলাইন ইলিশ বিক্রিতে নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।
স্বাদে অতুলনীয় ইলিশের জন্য খ্যাত চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা প্রতিরোধে এবার জেলা প্রশাসন গ্রহণ করেছে কঠোর পদক্ষেপ।
এখন থেকে চাঁদপুর থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে হলে নিতে হবে সরকারি নিবন্ধন।
এ লক্ষ্যে সোমবার (১৬ জুন) একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নানা প্রান্তে চাঁদপুরের ইলিশের চাহিদা বিপুল।
এই সুযোগকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে ভুয়া পেইজ খুলে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে প্রতারণা করে চলেছে।
এতে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রবাসী এমনকি প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরাও প্রতারিত হচ্ছেন।
এই প্রতারণা রোধে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, যারা চাঁদপুর থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে চান, তাদের নির্ধারিত ফরমে আবেদন করে নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন নিতে হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “অনলাইনে ইলিশ বিক্রির নামে নিয়মিত প্রতারণার অভিযোগ পাচ্ছি।
আমরা চাই, ভোক্তারা যেন প্রতারিত না হন এবং চাঁদপুরের ইলিশের সুনাম অক্ষুন্ন থাকে। এই উদ্যোগ সফল হলে সারাদেশ উপকৃত হবে।”
এই উদ্যোগের মাধ্যমে ইলিশের বাজারে স্বচ্ছতা ও ভোক্তাদের আস্থা বৃদ্ধির পাশাপাশি চাঁদপুরের ইলিশের ব্র্যান্ড ভ্যালু রক্ষা পাবে বলে আশা করছে প্রশাসন।

