নতুন সম্ভাবনার পথে বেদে নারীদের অগ্রযাত্রা
স্টাফ রিপোর্টার : নতুন সম্ভাবনার পথে বেদে নারীদের অগ্রযাত্রা। চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত “বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির”
আওতায় প্রশিক্ষণ সমাপ্তির পর ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এই উদ্যোগটি বাস্তবায়িত হয় মঙ্গলবার (১৭ জুন) চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, “সমাজসেবা কার্যালয় শুধু অসহায়দের পাশে দাঁড়ায় না, বরং তাদের স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে।
আজকের এই আয়োজন তারই একটি উদাহরণ। বেদে নারীদের আত্মনির্ভর করে তুলতে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “আপনাদের চেহারায় কখনোই বোঝা যায় না যে আপনারা কোনোভাবে পিছিয়ে আছেন। তার মানে, আপনারা নিজের উন্নয়নের কথা ভাবেন।
যদি নিজেরা এগোতে না চান, কেউ জোর করে কিছু করতে পারবে না। আজকের এই সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়—এটি একটি স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার।”
তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশে বিশেষভাবে বাল্যবিবাহ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং নিজের জীবনমান উন্নয়নের জন্য ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে উৎসাহ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশাররফ হোসাইন।
প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বেদে সম্প্রদায়ের প্রতিনিধি রোকেয়া বেগম।

