দেশের উন্নয়নে বিজ্ঞান চর্চার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে বিজ্ঞান চর্চাকে প্রাধান্য দিতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দেশে বিজ্ঞানভিত্তিক অবদান তুলনামূলকভাবে কম,
যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান খুব একটা শক্তিশালী নয়।
“দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজে আজো এমন দৃষ্টিভঙ্গি বিদ্যমান— কেউ যদি দুর্নীতি বা অনৈতিক কাজের সঙ্গে জড়ায়,
অনেক সময় তাকেই বাহবা দেওয়া হয়।
অথচ একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তি বা গবেষককে তিরস্কারের শিকার হতে হয়,”— বলেন তিনি।
শনিবার (১৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,
বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার পথে এগিয়ে আসতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে।
যতদিন না আমরা নিজেকে পরিবর্তন করব, ততদিন উন্নয়নের গতিও থেমে থাকবে।”
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক।
আলোচনা সভা শেষে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে প্রশংসা জানান।
এবারের মেলায় চাঁদপুর জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের বৈজ্ঞানিক মডেল ও প্রকল্প প্রদর্শন করা হয়।
র বিভিন্ন পর্যায়ের সদস্যরার্।

