দৃষ্টিপ্রতিবন্ধীদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : দৃষ্টিপ্রতিবন্ধীদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন।
কুরআনে হাফেজদের প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. আব্দুর রহমান গাজী। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে তিনজন বিজয়ী নির্বাচন করা হয় এবং অতিথিদের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজরা তাদের কুরআন তিলাওয়াতের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন আয়োজন আরও সম্প্রসারিত হবে, যাতে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান।

