দুইদিনে ফরিদগঞ্জ উপজেলায় ৬টি ইটভাটা ধ্বংস করলো যৌথবাহিনী

দুইদিনে ফরিদগঞ্জ উপজেলায় ৬টি ইটভাটা ধ্বংস করলো যৌথবাহিনী

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

Chandpur-Mobile-Court-Picture-10-03-2025-(2)দুইদিনে ফরিদগঞ্জ উপজেলায় ৬টি ইটভাটা ধ্বংস করলো যৌথবাহিনী

নিজস্ব প্রতিনিধি : দুইদিনে ফরিদগঞ্জ উপজেলায় ৬টি ইটভাটা ধ্বংস করলো যৌথবাহিনী । চাঁদপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান শুরু হয়েছে। জেলার ৮ উপজেলায় ৯১টি ইটভাটার মধ্যে ৪১টি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল। এসব ইটভাটা বন্ধে জেলা প্রশাসন কার্যক্রম হাতে নিয়েছে, যার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় দুই দিনের অভিযানে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে।

গত রোববার (৯ মার্চ) দুপুরে প্রথম দফার অভিযানে ফরিদগঞ্জ উপজেলার মেসার্স টুগবি ব্রিক ফিল্ড, ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এরপর, আজ সোমবার (১০ মার্চ) মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড এবং মেসার্স খাদিজা ব্রিক ফিল্ডেও একই ধরনের অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসব ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। যারা এখনও নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইটভাটা ধ্বংস করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, “আমরা উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের নিয়ে বৈঠক করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে, অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটাগুলো বন্ধ রাখতে হবে। যারা নির্দেশনা অমান্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “জনবসতি, স্কুল-কলেজ সংলগ্ন ইটভাটাগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সরকার আমাদের নির্দেশ দিয়েছে ক্ষতিকর ইটভাটাগুলো বন্ধের জন্য। আমরা মালিকদের বারবার সতর্ক করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি।” তিনি আরও বলেন, “উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ মার্চের মধ্যে জেলায় অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। চাঁদপুর জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *