তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার ॥ তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক সভা।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ
গড়ার ল্েয তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩জানুয়ারী (সোমবার) দুপুর ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, (১৫ জানুয়ারি-২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারি-২০২৫) পর্যন্ত ১মাস যাবৎ তাঁত, বস্ত্র, চারু ও কারু, পাটজাত পণ্য মেলা বা প্রদর্শনী হবে।
৫ জানুয়ারি- ২০২৫ থেকে ২০ জানুয়ারি-২০২৫ পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
যেখানে থাকবে, ব্যাডমিন্টন, কাবাডি, সিক্সার ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট। কর্মশালা ও ফেস্টিভ্যাল আয়োজনের
মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিভার অন্বেষণে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা।
তিনি বলেন, তরুনরা এ পৃথিবীকে বদলে দিবে। তরুনদের একত্রিত করা হচ্ছে তারুন্যের উৎসব। তাদেরকে এঙ্গেজ করাটাই মেলার মূল উদ্দেশ্য।
তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠেয় এই উৎসব আগামীতে টেকসই ভবিষ্যৎ গড়া এবং তরুণদের, সৃজনশীলতা ও উদ্যমের সফল বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধামুক্ত,
দূষণমুক্ত ও বেকারত্বহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে বিশ্বাস করি। এসো দেশ বদলাই,
পৃথিবী বদলাই উৎসবের এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রেলি, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, প্রতিভা অন্বেষণ,
জনসচেতনতা বিষয়ক কার্যক্রম, প্রদর্শনী, কর্মশালা ও বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন, জুলাই বিপ্লবের স্মৃতি রার্থে ডাটাবেস ও ওয়েবসাইট,
অনুদান ও বৃত্তি, ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন,
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করা হবে। এ উৎসব চাঁদপুর জেলার তরুণদের আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, যারা মঞ্চনাটক করতে চায়, তাদের নিয়ে বসতে হবে। মঞ্চ নাটক যারা করে তারা অনেকদিন ধরে এ সুযোগটা পাচ্ছে না।
আমরা মিটিং করেছি। আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা লাস্ট দিনে ঢাকা থেকে শিল্পী আনবো। বৈষম্য ছাত্রদের প থেকে তাদের ভাবনাগুলো নিবেন।
আমাদের পিঠা উৎসব আছে, কারা এ উসৎবে অংশগ্রহন করতে চাচ্ছে তাদের তালিকা করতে হবে। মাদক রিলেটেড একটা কর্মশালা করতে হবে।
কোনটা মাদক কোনটা মাদকের কুফল তা অবগত পারেন। বাল্যবিবাহ ও পরিবেশ দূষনের উপর মানুষদের সচেতন করতে হবে।
তারুন্যের উৎসব হলো সবাইকে তা জানানো। আমি এ প্রোগ্রামগুলোকে জেলা প্রশাসনের না করে, জনগণের প্রোগ্রাম করতে চাই।
এ শহরের মোলহেড থেকে শুরু করে আনাছে কানাছে যত পলিথিন আছে তা কুড়িয়ে পেলতে হবে। যেখানে মশা জন্ম নেয়, তা নষ্ট করে পেলবো।
পাট ব্যবহারে আপনাদের সচেতন হতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলানো যাবে।
চাঁদপুর ডিডিএলজি গোলাম জাকারিয়া এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: সলিম উল্লাহ সেলিম,
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড: শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রশাসনিক কতকতা,
বৈষম্য বিরোধী শিার্থী মুজাহিদ ও কামরুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী,
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) এরশাদ উদ্দিন,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত,
চাঁঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) শোয়াইব,
চাঁদপুর গণপূর্ত অধিদপ্তর প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, চাঁদপুর জেলা তথ্য অফিসার তপন বেপারী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক পরিচালক
এর পে সহকারী পরিচালক মোঃ হান্নান, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, কুমিল্লা ও চাঁদপুর জেলা স্কাউট এর সহকারী
পরিচালক পুরবী সরকার সম্পা, বৈষম্য বিরোধী শিার্থীরাসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগণ।
সভায় তারুন্যের উৎসব উদযাপনে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটিগুলো হলো- ১। যুব সমাবেশ ও রেলি উপ-কমিটি ২।
ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপ-কমিটি ৩। প্রদর্শনী কর্মশালা ও বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন উপ-কমিটি ৪। প্রতিভা অন্বেষন উপ-কমিটি ৫।
জুলাই বিপ্লবের ছবি, ভিডিও ও নিউজ ইত্যাদি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন ও সংরন উপ-কমিটি ৬। জনসচেতনতা বিষয়ক কার্যক্রম উপ-কমিটি ৭।
অনুদান ও বৃত্তি উপকমিটি ৮। ডেমোক্রেসি এওয়ার্ড প্রদান উপ-কমিটি ৯। কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও
নিউটিশন অলিম্পিয়ার্ড আয়োজন উপ-কমিটি ১০। জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫আয়োজন উপ-কমিটি ১১। বই মেলা উপ-কমিটি।

