রাজীব চন্দ্র শীল ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী, বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকারসহ অনেকে।
উৎসবের বিভিন্ন পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি এবং আধুনিক গানের প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

