জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসে স্মরণসভা ও আলোচনা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ২৫ মার্চ (মঙ্গলবার) গণহত্যা দিবস উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সেই ভয়াল রাতের নির্মম হত্যাযজ্ঞ স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ এরশাদ উদ্দিন।
এদিন, বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বপূর্ণ সংগ্রামের গল্প ও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শেয়ার করেন, যা উপস্থিত সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা এবং মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

