জাতীয় পার্টি থেকে সুবিধাবাদীদের বের হওয়ার আহ্বান

জাতীয় পার্টি থেকে সুবিধাবাদীদের বের হওয়ার আহ্বান

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

জাতীয় পার্টি থেকে সুবিধাবাদীদের বের হওয়ার আহ্বান

জাতীয় পার্টি থেকে সুবিধাবাদীদের বের হওয়ার আহ্বানস্টাফ রিপোর্টার :  জাতীয় পার্টি থেকে সুবিধাবাদীদের বের হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লতিফ শেখ দল থেকে সুবিধাবাদী ও দ্বিচারী ব্যক্তিদের বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এতে দলেরই কল্যাণ হবে।

শুক্রবার দুপুরে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট লতিফ শেখ বলেন, সম্প্রতি মতলব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন শতাধিক নেতাকর্মীসহ পদত্যাগ করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে প্রকৃতপক্ষে, তিনি ছাড়া অন্য কেউ পদত্যাগ করেননি। তাছাড়া, তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার কে? এত বছর পর হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ কী? এটি আমাদের প্রশ্নের উদ্রেক করে।

তিনি আরও বলেন, দলে লুকিয়ে থাকা সুবিধাবাদী ও স্বার্থান্বেষীদের জাতীয় পার্টি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি ৩১ সদস্যের, যার আহ্বায়ক এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব আবদুল বাতেন মিয়াজী। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি মো. এমরান হোসেন মিয়া বলেন, জাতীয় পার্টি দেশের অন্যতম পুরাতন রাজনৈতিক দল। এই দলের জন্য পল্লীবন্ধু এরশাদ বহু অবদান রেখে গেছেন। তাই কেউ আসা-যাওয়া করলে দলের কোনো ক্ষতি হবে না। দলের চেয়ারম্যান জিএম কাদের ছাড়া কেউ অপরিহার্য নয়। সবাই একসঙ্গে কাজ করলে সাংগঠনিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, সদর উপজেলা সভাপতি জাকির হোসেন হিরু, মতলব উত্তর সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, সহ-সভাপতি আব্দুল করিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব সংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্লা, মতলব দক্ষিণের সদস্য সচিব আব্দুল বাতেন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট কাদের, সদস্য মনির হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূঁইয়া প্রমুখ।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *