জাটকা সংরক্ষণে অভিযান, মেঘনার অভয়াশ্রমে কঠোর নজরদারি
স্টাফ রিপোর্টার : জাটকা সংরক্ষণে অভিযান, মেঘনার অভয়াশ্রমে কঠোর নজরদারি।
ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয়েছে ১ মার্চ থেকে।
এ অভিযানের আওতায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কঠোর নজরদারি চলছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ইতোমধ্যে চারজন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর নৌ থানার আশপাশের নদী এলাকা পরিদর্শন করে দেখা গেছে,
পুরো অভয়াশ্রম এলাকা জেলে শূন্য। নদীর মোহনায় দীর্ঘক্ষণ অবস্থান করেও কোথাও ফেলে রাখা জালের সন্ধান পাওয়া যায়নি।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর নৌ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি সক্রিয় রয়েছে।
দিন ও রাতে চারটি গ্রুপে বিভক্ত হয়ে তারা অভিযান পরিচালনা করছে। সকাল ৮টা থেকে রাত ৮টা এবং
রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পালাক্রমে প্রতিটি ফাঁড়ির দুইটি দল নদীতে টহল দিচ্ছে।
অভয়াশ্রমের শুরু হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায়। স্থানীয় জেলে সফিকুল ইসলাম ও রহমান মিয়া জানান,
সাগরের মোহনা থেকে ইলিশের অভিগমন পথে চরভৈরবী অন্যতম প্রবেশদ্বার।
এ কারণে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখানে জাটকা ধরার চেষ্টা করে। তবে এই এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হলে অভিযান আরও সফল হবে।
আশরাফুল হকের বক্তব্য
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, অভিযানের তিন দিন অতিবাহিত হলেও এখনো কোনো জেলে নদীতে নামেনি।
উপজেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভয়াশ্রম এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল জানান, অভিযানের তৃতীয় দিন চলছে এবং কোনো ধরনের শিথিলতা নেই।
আইন অমান্য করে কেউ মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত অভয়াশ্রম এলাকায় কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, সাধারণত অসাধু জেলেরা প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং
পরে সুযোগ বুঝে নদীতে নামে। তবে এবার নৌ পুলিশসহ জেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে রয়েছে, যার ফলে অভয়াশ্রম এলাকা এখন সম্পূর্ণ ফাঁকা।
জাটকা সংরক্ষণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পায়।

