চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

চাঁদপুর সরকারি মহিলা কলেজে  অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভাস্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি মহিলা কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা গতকাল সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া সত্ত্বেও অভিভাবকদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলাম।

সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন

উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, ভূগোল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন, একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক

ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলম চৌধুরী

এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আবজম খানম।

অভিভাবকদের মধ্যে মতামত প্রদান করেন মো. মোতাহার হোসেন, মো. শাহজাহান সরকার ও মো. ঈমান হোসেন।

তারা কলেজ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের সভা আমাদের সন্তানদের পড়াশোনা ও মানসিক অগ্রগতির বিষয়ে স্পষ্ট ধারণা দেয়।

ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য আমরা অভিভাবকরাও দায়িত্বশীল ভূমিকা রাখবো।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, “চাঁদপুর সরকারি মহিলা কলেজ জেলার অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

এখানকার শিক্ষার্থীরা প্রতি বছরই বুয়েট, মেডিকেল ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আমাদের গৌরবান্বিত করে।

তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ছাত্রীরা যেন স্মার্টফোন ব্যবহারে সংযত থাকে এবং নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে, তা নিশ্চিত করতে হবে। ক্লাসে উপস্থিতি ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি অভিভাবকদের সতর্ক করে জানান, “যেসব শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তারা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।”

সবশেষে, বৈরী আবহাওয়ার মধ্যেও অভিভাবকদের উপস্থিতির জন্য কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *