চাঁদপুর সদর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জরুরি সভা

চাঁদপুর সদর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জরুরি সভা

উপজেলা সংবাদ সদর উপজেলা

চাঁদপুর সদর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জরুরি সভা

চাঁদপুর সদর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জরুরি সভাস্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বাদ মাগরিব শহরের বিষ্ণুদি রোডস্থ ব্যাংক কলোনি এলাকায় মডার্ন শিশু একাডেমির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন টিটু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা।

সভায় আরও বক্তব্য রাখেন এনায়েতুল্লাহ একাডেমির মোহাম্মদ খাজা জোবায়ের, নব দিগন্ত কিন্ডারগার্টেনের বাবুল দে,

পিপলস মডেল একাডেমীর মতিউর রহমান, বাবুরহাট মডেল একাডেমীর অঞ্জন কুমার দে, আমজাদ আলী কিন্ডারগার্টেনের মোহাম্মদ নুরুল ইসলাম,

লাইসেন্স কিন্ডারগার্টেনের মো. ফজলুর রহমান রুবেল, আল-আমিন কেজি স্কুলের মো. গোলাম, মিশন প্রাথমিক বিদ্যালয়ের রত্না ও মুক্তি দাস,

মডার্ন শিশু একাডেমির শাহনাজ পারভিন ও তামিম আক্তার, উদয়ন শিশু বিদ্যালয়ের রওশআরা খাতুন, মালের ছুটি একাডেমির ফেরদৌসী বেগম,

ক্যামব্রিয়ান মডেল স্কুলের মোবাশশেরা খাতুন, মোহাম্মদ কাউসার পাটোয়ারী এবং হক ইন্টারন্যাশনাল স্কুলের হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭ জুলাই প্রকাশিত একটি সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র সরকারি স্কুলে পড়ুয়াদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশের হাজার হাজার কিন্ডারগার্টেন শিক্ষার্থী এই পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, যা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।

বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের প্রতি অন্যায় নয়, বরং এটি দেশের শিক্ষা ব্যবস্থায় সমতা রক্ষার নীতিরও পরিপন্থী। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *