চাঁদপুর সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো– আপন (১৯), শিপন (১৯) ও ফারহান (১৮)।
শুক্রবার (২৫ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব এলাকার কাছ থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং সদর মডেল থানার পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আটককৃত তিন কিশোর গ্যাং সদস্যের কাছ থেকে তিনটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

