চাঁদপুর সদর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন সম্পন্ন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, “দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহা. হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন নাছির উল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদ।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

