চাঁদপুর সদরে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

চাঁদপুর সদরে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুর সদরে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁদপুর সদরে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণস্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার কৃষি উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয় কৃষকদের হাতে।

প্রতিটি কৃষক পেয়েছেন ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার—

যা আউশ মৌসুমে উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায়, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির মৃধা এবং স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দসহ শতাধিক কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,

কৃষি প্রণোদনার আওতায় এই ধরনের কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে থাকে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *