চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা।
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং
মজুতদারির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল থেকে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার, ছায়াবনীর মোড়সহ বিভিন্ন স্থানে
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে এবং ক্রেতাদের কাছে সরবরাহ না করে গুদামে মজুত রাখছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ টাস্কফোর্স দল অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করে সাধারণ জনগণের মাঝে বিক্রির ব্যবস্থা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, রমজান মাস উপলে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
ভোজ্যতেলের সংকট সৃষ্টির মাধ্যমে মূল্যবৃদ্ধির অপচেষ্টা ঠেকাতে কৃষি পণ্য আইন ও ভোক্তা অধিকার সংরণ আইনের আওতায় ওয়ারলেস
বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা এবং ছায়াবানীর মোড়ে অবস্থিত স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়, সাজিদ হক, নাইমা আফরোজ, নাহিদ ইকবাল,
দিপংকর বাড়ৈ, মো. রহমত উল্লাহ, মো. মাসুদ রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের চাঁদপুর জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল ইমরান,
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার,
কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

