চাঁদপুর শহরের তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর শহরের তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। চাঁদপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়াই অপারেটর নিয়োগ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অনিয়ম ও অদক্ষ কর্মী নিয়োগের দায়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে শহরের তিনটি পৃথক স্থানে এই অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, শহরের মুক্তিযোদ্ধা সড়কের গ্রীন ডায়াগনস্টিক সেন্টারে একজন ইসিজি মেশিন অপারেটর দায়িত্ব পালন করছিলেন,
যার শিক্ষাগত যোগ্যতা মাত্র সপ্তম শ্রেণি। এছাড়া ল্যাবের কাজের জন্য তার কোনো প্রশিক্ষণ বা সনদপত্র ছিল না।
আরও উদ্বেগজনকভাবে, ওই প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করছিল এবং এক্স-রে কক্ষে প্রয়োজনীয় সুরক্ষা লেড শিটেরও অভাব ছিল।
এসব গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইভাবে, নিউ ডেলটা ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে মেশিন অপারেটরের কোনো অভিজ্ঞতা বা সনদ ছিল না, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নিউ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে মেশিন
পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরও প্রয়োজনীয় অনুমোদন ও প্রশিক্ষণ ছিল না, যার ফলে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, অভিযানের সময় এসব প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ধরা পড়ে এবং মালিকপক্ষ তাদের দায় স্বীকার করে নেয়।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি এ ধরনের অনিয়ম পুনরায় পাওয়া যায়, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ও নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের একটি দল ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি উঠেছে।

