চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠন

চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠন

উপজেলা সংবাদ সদর উপজেলা

চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠন

চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠনপ্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠিত হয়েছে

বাংলাদেশে সপ্তম রোটারী ক্লাব হিসেবে সুপ্রতিষ্ঠিত চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৫-২০২৬ রোটারী বর্ষের নূতন কমিটিতে সভাপতি হিসেবে রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া) এবং সেক্রেটারী হিসেবে নাজিমুল ইসলাম এমিল নির্বাচিত হয়েছেন।

সোমবার  (৩০ জুন ২০২৫) রাত ১২টা ১ মিনিটে তারা বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও

বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত তাঁদের নেতৃত্বে গঠিত বোর্ড অব ডিরেক্টর্স নিয়ে দায়িত্বপালন করবেন।

সদস্য বৃন্দ

চাঁদপুর রোটারী ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি (বোর্ড অব ডিরেক্টর্স) হচ্ছে : সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া),

পিএইচএফ; আইপিপি (ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) রোটা. অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পিএইচএফ;

প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২০২৭) রোটা. অ্যাড. পলাশ মজুমদার, আরএফএসএম; ভাইস প্রেসিডেন্ট-১ রোটা. উজ্জ্বল হোসাইন,

ভাইস প্রেসিডেন্ট-২ রোটা. মাহবুবুর রহমান সুমন, এমপিএইচএফ, এমসি, ভাইস প্রেসিডেন্ট-৩ রোটা. গোপাল চন্দ্র সাহা, পিএইচএফ;

সেক্রেটারী  রোটা. নাজিমুল ইসলাম (এমিল), আরএফএসএম; সেক্রেটারী ইলেক্ট (২০২৬-২০২৭) রোটা. মো. রফিকুল ইসলাম,

আরএফএসএম; জয়েন্ট সেক্রেটারী-১ রোটা. শাহিন আক্তার, জয়েন্ট সেক্রেটারী-২ রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী, পিএইচএফ,

জয়েন্ট সেক্রেটারী-৩ রোটা. ইবনে আজম (সাব্বির), আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী-৪ রোটা.

কাজী মিজানুর রহমান,আরএফএসএম; ট্রেজারার রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, আরএফএসএম;

ডিরেক্টর-ক্লাব সার্ভিস রোটা. সঞ্জয় কুমার অধিকারী, আরএফএসএম, ডিরেক্টর-ভোকেশনাল সার্ভিস রোটা. জুয়েল হাসান,

আরএফএসএম, ডিরেক্টর-কমিউনিটি সার্ভিস রোটা. মো. কবির হোসাইন খান,

আরএফএসএম, ডিরেক্টর-ইন্টারন্যাশনাল সার্ভিস রোটা. মাঈনুল হক (জীবন), আরএফএসএম, ডিরেক্টর-ইয়ূথ সার্ভিস রোটা. সাইফুল ইসলাম (রনি);

বুলেটিন এডিটর রোটা. রেদওয়ান রহমত উল্লাহ (সম্রাট), আরএফএসএম, জয়েন্ট বুলেটিন এডিটর রোটা. মানিক লাল দেবনাথ, আরএফএসএম;

চীফ সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটা. মো. মাইনুদ্দিন, আরএফএসএম; সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. অ্যাড. ভাস্কর দাস, আরএফএসএম,

রোটা. মো. ফয়সাল আহমেদ ফরাজী, আরএফএসএম, রোটা. মো. মহসিন ভূঁইয়া, আরএফএসএম, রোটা. গাজী মো. মোহসেন কাদের, আরএফএসএম।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি রোটা. মোস্তফা (ফুল মিয়া) ও সেক্রেটারী রোটা.  মো. নাজিমুল ইসলাম (এমিল)  চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন,

বাংলাদেশের দ্বিতীয় রোটার‌্যাক্ট ক্লাব চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেন এবং

তারপর রোটারীতে যোগদান করে চাঁদপুর রোটারী ক্লাবে গুরুত্বপূর্ণ সকল পদে দায়িত্বপালন করে বর্তমান পদে নির্বাচিত হয়েছেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *