চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে এবং বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চাঁদপুরের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী এবং বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ।
বক্তারা জানান, চাঁদপুর মেডিকেল কলেজের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু একটি বিশেষ মহল এই মেডিকেল কলেজ বন্ধের অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। চাঁদপুরসহ আশেপাশের জেলার লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস জরুরি।
শিক্ষার্থীরা বলেন, কলেজের শিক্ষার মান নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেগুলোর সমাধান হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয়, তবে শিক্ষার্থীরা এবং চাঁদপুরের জনগণ আরও কঠোর আন্দোলনে যাবে।
চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

