চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব

চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

উপজেলা সংবাদ সদর উপজেলা

চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব

চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবস্টাফ রিপোর্টার :  চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ফল উৎসবের আয়োজন করা হয়।

রবিবার (২২ জুন) মাগরিবের নামাজের পর বড় স্টেশন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সালাউদ্দিন সেলিম।

ফল উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয়। বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

এই আয়োজন শিশুদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। সমাজের প্রতিটি শিশু সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে জন্মায়।

তাদের পুষ্টি, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই ফল উৎসব সেই দায়িত্ব পালনের একটি সুন্দর প্রয়াস।”

তিনি আরও বলেন, শহরের নানা অনুষ্ঠানে প্রান্তিক শিশুদের অংশগ্রহণের সুযোগ খুব একটা হয় না।

কিন্তু এমন উদ্যোগ সেই শূন্যতা পূরণ করে এবং শিশুদের মুখের হাসিই এর বড় সাফল্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল গাজী বাহার, হোসেন চোখদার, মোস্তফা মাল, জিল্লু ব্যাপারী ও হোসেন গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, হিলশা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান বাকিবিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, মনির সরকার, আব্দুল মান্নান, আক্কাস মালসহ সংগঠনের কার্যকরী সদস্য মোঃ সাইফুল খান, মিহাদ হোসেন, জাহিদ, সালাউদ্দিন খান, বোরহান, খোকা, রাব্বি এবং এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ।

ফল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজ।

আয়োজনের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *