চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে উদযাপন। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী উদযাপিত হলো বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ফ্যামিলি ডে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দিনভর বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমে যুক্ত ছিলেন।
অতিথি বৃন্দ
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, কর্মব্যস্ত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম থাকে,
তাই এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শুধু গণমাধ্যমেই নয়, নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
সংগঠনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী,
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাগাদী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা
মো. নুরুল ইসলাম সোহাগ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গিয়াস উদ্দিন মিলন,
সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল,
চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সকালে অনুষ্ঠানের শুরুতেই পরিবারের সদস্যদের নিয়ে নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু-কিশোরদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা ছিল।
এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মো. মাসুদ আলম, শরীফুল ইসলাম, জামাল আহমেদ আখন্দ ও বাদশা ভূঁইয়া।
এরপর অনুষ্ঠিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় সভাপতি একাদশ জয়লাভ করে।
দিনের শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।
বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন
সংগঠনের ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক ও প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম।
ফ্যামিলি ডে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কে এম সালাহউদ্দিন এবং সদস্য সচিব গাজী আব্দুর রহমান সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

