চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের ৫০ লাখ টাকার অনুদান
স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদ ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় “উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ” থেকে এককালীন অনুদান হিসেবে প্রেসক্লাবকে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই অর্থ মূলত চাঁদপুর প্রেসক্লাবের ভবনের সম্প্রসারণ, সংস্কার ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আকবর হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশে ২৫ মে ২০২৫ তারিখে এই বরাদ্দ ছাড়ের অনুমোদন দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাদ্দকৃত অর্থের ব্যবস্থাপনা ও ব্যয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকবেন। অর্থ ব্যবহারে সরকার নির্ধারিত নিয়ম, অর্থনৈতিক নীতিমালা ও পিপিআর ২০০৮ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। অনুদানের শর্ত অনুযায়ী, নির্ধারিত প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না। যদি কোনো ধরনের অনিয়ম ঘটে, তাহলে দায়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে।
চাঁদপুর প্রেসক্লাবের নেতারা এই অনুদানকে ভবিষ্যৎ সাংবাদিকতা ও মিডিয়া কার্যক্রমের পরিপূর্ণতা অর্জনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, এই অর্থায়নের মাধ্যমে প্রেসক্লাবের পরিকাঠামোগত দুর্বলতা দূর হয়ে একটি আধুনিক ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রেসক্লাব নতুনভাবে আত্মপ্রকাশ করবে।

