চাঁদপুর প্রেসকাবের

চাঁদপুর প্রেসকাবের সাংবাদিকতা পুরস্কার কাল

উপজেলা সংবাদ সদর উপজেলা

চাঁদপুর প্রেসকাবের সাংবাদিকতা পুরস্কার কাল

নিজস্ব সংবাদদাতা ॥ চাঁদপুর প্রেসকাবের সাংবাদিকতা পুরস্কার কাল। অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসকাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার প্রদান করা হবে। প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন। আগামী ৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসকাব মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে প্রেসকাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার যারা পাচ্ছেন – স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *