চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বাজেট ঘোষণার পর তিনি তার বক্তব্যে বলেন, “নাগরিক সেবার মানোন্নয়নে পৌরসভার আয় বৃদ্ধি অপরিহার্য।
শুধুমাত্র সমালোচনা নয়, গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে উন্নয়নের পথে অগ্রসর হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে পানি কর কিছুটা বাড়ানো হলেও হোল্ডিং ট্যাক্সে কোন পরিবর্তন আনা হয়নি।
এটি একেবারেই সাধারণ নাগরিকদের উপর অতিরিক্ত চাপ দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে বিবেচিত।”
জেলা প্রশাসক উল্লেখ করেন, “পৌরসভার অনেক দায়িত্ব এখন আমরা বিকল্পভাবে অন্য দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করছি, কারণ এর নিজস্ব আয়ের উৎস খুবই সীমিত।
বাজেটের অধিকাংশ খাতেই ঘাটতি রয়েছে।”
তিনি বলেন, “পৌরসভার সেবা পাওয়ার জন্য পৌরবাসীদের অংশগ্রহণ দরকার, আর সে অংশগ্রহণের বড় একটি দিক হলো যথাযথ কর পরিশোধ।
যারা বেশি কর দেয়ার ক্ষমতা রাখে, তাদের এগিয়ে আসা উচিত।”
সড়ক প্রশস্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগণের সেবায় বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “এই শহরের সড়ক সংকট নিরসনে বড় পরিসরের কাজ জরুরি।
পাশাপাশি পৌরসভাকে জনবল ব্যয়ের ক্ষেত্রেও সাশ্রয়ী হতে হবে।”
বাজেট প্রণয়নে জনসাধারণের মতামত গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাজেট অনলাইনে প্রকাশ করুন, যেন নাগরিকরা মতামত দিতে পারে এবং সেই আলোকে বাজেট পরিমার্জন সম্ভব হয়।”
বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
স্বাগত বক্তব্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান,
প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে।
হাফেজ জাকির হোসেন কুরআন থেকে তেলাওয়াত করেন এবং গীতাপাঠ করেন চন্দনাথ চন্দ।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পৌর প্রশাসক ও কর্মকর্তাদের পক্ষ থেকে।

