চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিক ঢালী আর নেই
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিক ঢালী আর নেই।
চাঁদপুর শহরের রাজনৈতিক অঙ্গনের এক পরিচিত মুখ, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. ছিদ্দিকুর রহমান ঢালী আর নেই।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
ছিদ্দিক ঢালী ছিলেন চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জনসেবামূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক নিষ্ঠার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি আগে ওপেন হার্ট সার্জারি করান এবং সেই থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর পুরানবাজারের ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও এলাকাবাসী।
এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি হরিসভা পশ্চিম শ্রীরামদী ঢালী বাড়িতে। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ছিদ্দিক ঢালীর মৃত্যুর খবর শুনে বিকেল ৪টায় তাঁর বাড়িতে ছুটে যান চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন। তিনি মরহুমের মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে সক্রিয় এই নেতার মৃত্যুতে চাঁদপুরবাসী একজন নিবেদিতপ্রাণ সেবককে হারাল—এমন মন্তব্য করেছেন অনেকেই।

