চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ গাজী জামিনে মুক্ত
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজী জামিনে মুক্তি পেয়েছেন।
২০ এপ্রিল আদালতে তাঁর আইনজীবীরা অসুস্থতার ভিত্তিতে জামিন আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ইউসুফ গাজীর কন্যা, এটিএন নিউজের সংবাদ উপস্থাপক অ্যাডভোকেট মুন্নি ইউসুফ এবং চাঁদপুর কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান লিটু।
তাঁরা আদালতের কাছে ইউসুফ গাজীর শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরেন, যা আদালত বিবেচনায় নেন।
চাঁদপুর জেলা কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৯ এপ্রিল ভোরে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাসা থেকে ইউসুফ গাজীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে তাঁকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়,
যার মামলা নম্বর ১৩, তারিখ ১৭/০৮/২৪ ইং, জিআর-৫৭৩/২৪, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড অনুযায়ী।
উল্লেখ্য, ইউসুফ গাজী সিনিয়র সহ-সভাপতি ছাড়াও জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জামিনের পর ইউসুফ গাজীর আইনজীবীরা জানান,
তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন।

