চাঁদপুর আনন্দ বাজার ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর আনন্দ বাজার ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

0000চাঁদপুর আনন্দ বাজার ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর আনন্দ বাজার ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী আনন্দ বাজার ইসলামী সমাজকল্যাণ সংস্থা এবং এলাকার প্রবাসী যুবকদের সার্বিক সহযোগিতায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কার্যক্রমটি গতকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে তরপুরচণ্ডী আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও জননেতা অ্যাডভোকেট মো. শাহ জাহান মিয়া।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসেন মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরপুরচণ্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামাল হোসেন সর্দার। এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজ, সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আমিন বেপারী, সংগঠনের সদস্য ইসমাঈল সরকার, শাহ জালাল খান, মোজাম্মেল গাজী মুসা, হযরত আলী প্রধানীয়া, সাদ্দাম হাওলাদার, আলমগীর বেপারী, আলম খানসহ আরও অনেকে।

এই মহতী উদ্যোগে যারা আর্থিক সহায়তা প্রদান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাদের দান কবুল করেন এবং আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের কল্যাণ ও বরকত দান করেন।”

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *