চাঁদপুরে হেফাজতে ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ, সোমবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচারী সরকারের নিপীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে হেফাজতে ইসলাম। বিশেষ করে শাপলা চত্বরের ঘটনা ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আমাদের সংগঠনের সদস্যদের ওপর যে জুলুম চালানো হয়েছে, তা অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে দেখা যায়নি। তাই এই ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলামকে রাজনৈতিক ফায়দা লুটার হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দলের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না। একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনের জন্য ইসলামী দলগুলোর পাশাপাশি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি দেশের সার্বিক কল্যাণে ইসলামি দলগুলোর সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
যারা বক্তব্য রেখেছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও প্রফেসর আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, “হেফাজতে ইসলাম সরাসরি কোনো রাজনৈতিক দল না হলেও, এটি দেশের রাজনৈতিক ও সামাজিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব মুসলমানদের হাতে, তাই ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কোনো বাধা থাকা উচিত নয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জরুরি।”
সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলম, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, হাজিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা হাবিব, কচুয়া উপজেলার সম্পাদক মুফতি শাহজালাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইফতার পূর্বক বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

