চাঁদপুরে সম্ভাব্য বিদেশগামীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে

চাঁদপুরে সম্ভাব্য বিদেশগামীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

IMG-20250211চাঁদপুরে সম্ভাব্য বিদেশগামীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সম্ভাব্য বিদেশগামীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের ডি এন হাইস্কুল প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিডিএ’র জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান এবং উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।

কর্মশালাটি পরিদর্শন করেন চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের এডিশনাল ডিরেক্টর মো. শফিকুর রহমান।

সিসিডিএ’র সিমস প্রকল্পের আওতায় এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করা। চাঁদপুর জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্পের কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *