চাঁদপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক আয়োজনে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার (২ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব ছৈয়াল।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা শ্রমিক দলের ঐতিহাসিক ভূমিকা এবং এর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বারোপ করেন।
বক্তৃতা প্রদান করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ আলী খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম (কালু) ছৈয়াল, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম,
সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাঝি, পৌর শ্রমিক দলের রাজন, সদর উপজেলা শ্রমিক নেতা তাজুল ইসলাম খান এবং সুমন খান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী বেগম জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ সাব্বির।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
“শ্রমিক দলের শক্তিকে আরও সুসংগঠিত করতে আমাদের পরস্পরের প্রতি আন্তরিকতা ও ঐক্য বজায় রাখতে হবে।
দলে বিভক্তি নয়, বরং সহানুভূতির মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।
দলীয় আদর্শ ও শ্রমিক দলের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে সবার জানা প্রয়োজন।”
অনুষ্ঠানটি একদিকে যেমন সংগঠনের ঐতিহ্যকে স্মরণ করিয়েছে, তেমনি ভবিষ্যতের পথচলায় ঐক্য ও অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

