চাঁদপুরে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

চাঁদপুরে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক

চাঁদপুরে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকস্টাফ রিপোর্টার : চাঁদপুরে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নাগরিক ভাবনার আলোকে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন এবং

সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।

বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।

দিলিপ সরকার জানান, “রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জনগণের মতামত সংগ্রহ করে জাতীয় পর্যায়ে একটি ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে সুজন।

এই প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা দেশজুড়ে প্রাপ্ত মতামত

‘নাগরিক ভাবনা’ শীর্ষক একটি প্রস্তাব আকারে ঐক্যমত কমিশনের কাছে তুলে ধরব।”

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার তখনই কার্যকর হবে, যখন তা নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনের ভিত্তিতে পরিচালিত হবে।

তাদের মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি স্তরে সংস্কারের প্রয়োজন রয়েছে।

পাশাপাশি নিজের ভেতরের পরিবর্তন ও নৈতিক জাগরণ ছাড়া জাতীয় পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

সংস্লিষ্টদের বক্তব্য

বৈঠকে অংশগ্রহণকারী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন : চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহজাহান খান, পাল্টি পার্টি এডভোকেসির সভাপতি মুনির চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, লিগ্যাল এইড ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু ও অনিমা সেন চৌধুরী, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সুজন সদস্য সালাউদ্দিন আহমেদ।

সভায় উপস্থিত সকলে রাষ্ট্র সংস্কার বিষয়ে তাদের মতামত, সুপারিশ এবং প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা মনে করেন, সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর নীতিমালার ভিত্তিতেই একটি ন্যায্য ও টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *