চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযান: ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ৪

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযান: ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ৪

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযান: ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ৪

চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযান: ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ৪স্টাফ রিপোর্টার :  চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে তিনজন ছিনতাইকারী ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই অভিযানের বিষয়ে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মো. বাবুল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে হাজীগঞ্জ উপজেলার শোরকার বাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয়ভাবে চিহ্নিত কয়েকজন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে মো. বাদল (২১), হৃদয় হোসেন (২১) এবং শাহাদাত হোসেন (২২) নামের তিন তরুণকে গ্রেফতার করা হয়। তারা মোবাইল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য, উদ্ধারকৃত মোবাইল এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট মানজুরুল হাসান।

অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *