চাঁদপুরে মাজিদ ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে মাজিদ ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আগামী হজযাত্রাকে সামনে রেখে চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডে অবস্থিত এলিট কিচেন রেস্টুরেন্টের তৃতীয় তলায় (শনিবার, ৩ মে ২০২৫) দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী।
পুরো আয়োজনটি সমন্বয় ও পরিচালনায় ছিলেন খ্যাতনামা ইসলামিক বক্তা ও টেলিভিশন উপস্থাপক মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী।
প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে আরও অংশ নেন চেয়ারম্যান ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুদ্দিন খন্দকার এবং শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাহেব।
এছাড়া অভিজ্ঞ হজ গাইডার হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম ও মো. নূরুন্নবী।
মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনালের ম্যানেজার ও হজ গ্রুপ লিডার মো. মামুনুর রশিদ (নেওয়ামত উল্লাহ) আয়োজনের সার্বিক সমন্বয় করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো. খান, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতারুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন বাবু।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬৫ জনেরও বেশি হজযাত্রী অংশগ্রহণ করেন।
তারা হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
এই উদ্যোগ হজযাত্রীদের মানসিক, আধ্যাত্মিক এবং ব্যবহারিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

